ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ হতাহত ৪ 

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ হতাহত হয়েছেন ৪ জন। 

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার শান্তিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে নিহত হয়েছেন সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও আহত হয়েছেন পটিয়া থানার এসআই খায়ের উদ্দিন ভুইয়া (৩৪), এসআই জুয়েল সরকার (৩২), তোয়াই চাক নয়ন (৩৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া থানার তিন এসআই জেলায় পরিদর্শক পদে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে তারা সিএনজি নিয়ে থানায় ফেরার পথে উপজেলার শান্তিরহাট এলাকায় পৌঁছুলে চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় সিএনজি চালক মান্নান মারা যান এবং তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহততিন পুলিশকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

পটিয়া থানার ওসি জায়েদ নূর জানান, পটিয়া থানার তিন পুলিশ চট্টগ্রাম জেলায় পরীক্ষা দিয়ে  ফেরার পথে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক নিহত হন এবং  তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি